• রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৩৩ পূর্বাহ্ন

প্রস্তুত নির্বাচন কমিশন:কাল ভোট গ্রহণ

রিপোর্টার : / ২৬১ বার পঠিত
আপডেট টাইম : শুক্রবার, ৩১ জানুয়ারি, ২০২০

৩১ জানুয়ারি ২০২০, আজকের মেঘনা ডটকম, ডেস্ক রিপোর্ট :

ঢাকার দুই সিটির নির্বাচনের ভোটগ্রহণে প্রস্তুত নির্বাচন কমিশন। এরইমধ্যে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছে ইভিএমসহ অন্যান্য নির্বাচনী সরঞ্জাম।

আজ (শুক্রবার) সকালে ভোটের সরঞ্জাম বিতরণ কার্যক্রম পরিদর্শন করেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা।

বিকেলে কমিশন ভবনে এক বৈঠক শেষে তিনি বলেন, এবারের নির্বাচন উৎসবমুখর হবে। সতস্ফুর্তভাবে সবাইকে কেন্দ্রে এসে, ভোটের মতো নাগরিক অধিকার প্রয়োগের আহ্বান জানান তিনি। দূতাবাসে কাজ করা বাংলাদেশীরা নির্বাচন পর্যবেক্ষণে এলে তারা স্থানীয় পর্যবেক্ষক হিসেবে বিবেচিত হবেন বলেও জানান সিইসি।

ঢাকার দুই সিটিতে প্রায় ৫৪ লাখ ভোটার শনিবার (০১ ফেব্রুয়ারি) নির্বাচনের মাধ্যমে বেছে নেবেন তাদের পছন্দের মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর। বিশাল এই কর্মযজ্ঞ সম্পন্ন করতে শেষ হয়েছে নির্বাচন কমিশনের প্রস্তুতি।

রাজধানীর ১৬টি পয়েন্ট থেকে দুই সিটির মোট ২ হাজার ৪৬৮টি কেন্দ্রে পৌঁছানো হয়েছে ইভিএম, আঙ্গুলের ছাপ নেয়ার যন্ত্র, মনিটর, অমোচনীয় কালি এবং প্রয়োজনীয় সরঞ্জাম।

এবারের সিটি কর্পোরেশন নির্বাচনে ইভিএম সংক্রান্ত বিষয়ে কারিগরি সহায়তায় কাজ করছে সেনাবাহিনী ও নির্বাচন কমিশনের প্রকৌশলীরা।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

পুরাতন সংবাদ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১